প্রে’মিকা খুঁজতে গিয়ে ৭৩ লাখ টাকা খোয়ালেন ৬৫ বছরের বৃদ্ধ !!

বয়স ৬৫ বছর। নিঃসঙ্গতা কা’টাকে ঢুঁ মা’রলেন ডেটিং সাইটগুলোতে। ‘প্রে’ম’ হয়ে গেল, কিন্তু সেটা যে জালিয়তি হবে কে জানতো! সম্প্রতি মুম্বাইয়ের ৬৫ বছরের এক ব্যক্তি ডেটিং সাইটে প্রতারণার শিকার হয়ে ৭৩ লাখ টাকা হারিয়েছেন।

জানা যায়, ওই ব্যক্তিকে প্রথমে লোকান্টো ডেটিং সার্ভিসেস অ্যান্ড স্পিড ডেটিংয়ের সদস্যপদ গ্রহণ করার অনুরোধ জানায়। সাইট কর্তৃপক্ষ জানিয়েছিল মুম্বাইয়ের পছন্দের জায়গায় তারা ডেট করার জন্য নারী পাঠাবে। এরপর ওই ব্যক্তি আগ্রহপূর্বক রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফি প্রদান করেন। কিন্তু ডেটিংয়ের সুবিধা পাননি তিনি। বরং প্রতারকরা ডেটিংয়ের জন্য মেয়ে দাবি করায় পু’লিশে অ’ভিযোগ করার হু’মকি দিয়েছিল।

আইনি ঝামেলা থেকে নিজেকে রক্ষা করার উপায় হিসাবে প্রতারকরা ওই ব্যক্তির কাছে অর্থ দাবি করেছিল। সামাজিক ম’র্যাদা হা’রানোর ভয়ে ব্যক্তি ৭৩ লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তবে পরে তিনি পু’লিশের সঙ্গে যোগাযোগ করে এই মা’মলায় এফআইআর করেন। সূত্র: টেকজুম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *