প্রেমিকের সঙ্গে পরকীয়া আপত্তিকর অবস্থায় ধরা, অতঃপর যা ঘটলো…
পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি গ্রামের ফার্মগেট পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মুদি দোকানদার দুই সন্তানের জনক লিখনের সঙ্গে একই গ্রামের দুই সন্তানের জননীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারীর স্বামী তার দুই সন্তানকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাতে গোপনে ওই নারীর ঘরে ঢুকে পড়েন লিখন।প্রতিবেশীরা এই ঘটানা জানতে পেরে এলাকার লোকজনকে ডেকে ওই নারীর ঘরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এরপর দুজনকেই বাড়ির বাইরের একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ২টার দিকে অভিযুক্ত লিখন ও ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।