ফাঁসকৃত তথ্য অনুসারে এবারের ব্যালন ডি অর জিততে যাচ্ছেন যিনি !!
ফুটবলারদের ক্যারিয়ারের অনেক বড় পাওয়া তাকে ব্যালন ডি অর। এই একটি ব্যালন ডি অর জেতার জন্য তারা উন্মুখ হয়ে থাকেন। তবে এবারের ব্যালন ডি অর ঘোষণা করার আগেই যে সেই ফাঁসকৃত ফলাফল পাওয়াই গেল।
ফাঁস হওয়া তালিকায় দেখা যাচ্ছে লিওনেল মেসি সর্বোচ্চ ৪৪৬ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছেন। এবার জিতলে মেসি ৬ষ্ঠ বারের মত ব্যালন ডি অর জিতবেন।
দ্বিতীয় স্থানে আছেন ভিরগিল ভ্যান ডাইক। লিভারপুল তারকা পেয়েছেন ৩৮২ পয়েন্ট। তিনে আছেন মোহাম্মদ সালাহ। তার পয়েন্ট ১৭৯। তবে এই ফাঁসকৃত ফলাফলের সাথে যদি আসল ফলাফল মিলে যায় তাহলে যে এই নিয়ে বিতর্কের শুরু হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।