Internation News
ফি’লিস্তিনকে কঠোরভাবে যে হুঁশিয়ারি দিল ই’সরায়েল !!

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে ফি’লিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ ও হামাসের বিরুদ্ধে যু’দ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ই’সরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে কোনো কিছু করতে প্রস্তুত আছে ই’সরায়েল। রকেট হা’মলা বন্ধ না করলে হামাস ও ইসলামিক জিহাদের বিরুদ্ধে যু’দ্ধ শুরু করতেও দ্বিধা করব না আমরা।
নেতানিয়াহু আরও বলেন, আমি তাড়াহুড়ো করে যুদ্ধে জড়াতে চাচ্ছি না। তবে অন্য কোনো উপায় না থাকলে সেটি করতেই হবে। শেষ মুহূর্তে গিয়ে যুদ্ধে জড়াব আমরা। তবে তার আগে আমরা এমন কিছুর প্রস্তুতি নিচ্ছি, যা হামাস ও ইসলামিক জিহাদের কল্পনাতেও নেই।