ফিলিস্তিনিদের ওপর হামলার বিরুদ্ধে পাকিস্তানের প্রতিবাদ !!

ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যার ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনীর প্রতি নিন্দা জানিয়েছে পাকিস্তান।শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।এতে বলা হয়, আর্ন্তজাতিক সম্প্রদায়ের দায়িত্ব এ আমলযোগ্য আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, যেখানে তারা আর্ন্তজাতিক আইন ও আর্ন্তজাতিক মানবিক আইন লংঘন করছে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান বিশ্বাস করে ফিলিস্তিনি ইস্যু স্থায়ী সমাধান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্যারামিটারের ভিত্তিতে, ১৯৬৭ সালের আগের সীমান্ত ও আল-কুদস আল শরিফকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে একটি কার্যকর, স্বতন্ত্র এবং স্বচ্ছল রাষ্ট্র প্রতিষ্ঠায় নিহিত।

ইসরাইলের মঙ্গলবারের বিমান হামলার মধ্য দিয়ে উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সিনিয়র কমান্ডার আবু আল-আতা ও তার স্ত্রী নিহত হন।

এরপর ইসরাইল ও ফিলিস্তিনিদের দুইদিনের যুদ্ধে ৩৪ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে আট শিশু ও তিনজন নারী ছিলেন। এ ছাড়া ইসরাইলি হামলায় ১১১ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী রয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *