ফেনীতে সাত পা নিয়ে বিস্ময়কর বাছুরের জন্ম!

সাত পায়ের গরুর বাছুরের জন্মের খবর শুনে গ্রামে দর্শনার্থীদের ভিড় জমেছিল বাছুরটিকে দেখতে।

গত বুধবার (১৩ অক্টোবর) বিকেলে একজন কৃষক একটি বাছুরের জন্ম দেন। খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর থেকে পাড়া -মহল্লার শিশু -কিশোরসহ সব ধরনের মানুষ ভিড় জমাতে থাকে।

ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়ায় বক্স আলী ভুনার বাড়ির মালিক রূপদান মিয়া। তিনি গত ১০ বছর ধরে গরু পালন করছেন। এর আগে গরুটি তিনটি বাছুরের জন্ম দেয়। এটি চতুর্থ বাছুর।

বাছুরের জন্মের পর দেখা যায়, চারটি স্বাভাবিক পা থাকা সত্ত্বেও পিঠের উপরের অংশে এর আরো তিনটি ছোট পা রয়েছে। সাত পা বিশিষ্ট একটি বাছুরের জন্মের খবর সেই মুহূর্তে গ্রামে ছড়িয়ে পড়ে। কৌতুহলী শিশু -কিশোররা তা দেখতে বাড়িতে ভিড় করেছিল।

গরুর মালিক রূপধন জানান, জন্মের পর বাছুরটি দুধ পান করছিল না। তবে ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানোর চেষ্টা চলছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *