ফের দারুন সুখবর পেল কুমিল্লা ওয়ারিয়র্স !!
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। বিপিএলের চলমান আসরে দারুন পারফর্ম করে চলেছেন ডেভিড মালান। তবে স্ত্রী অসুস্থতায় কারনে নিজ দেশে ফিরে যান তিনি।
নতুন খবর হচ্ছে, কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে বিপিএল এর বাকি ম্যাচ গুলো খেলতে, আবার ফিরে আসছেন বিপিএলে কুমিল্লার ভরসার প্রতীক হয়ে উঠা ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড মালান।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৮ ইনিংসে ব্যাট করে ৬২.৮৩ গড়ে রান করেছেন ৩৭৭ যা এখনো পর্যন্ত চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন মালান। যেখানে আছে দুই ফিফটির সাথে এক সেঞ্চুরি।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।