ফের মালয়েশিয়ায় গ্রেফতার ২৮ বাংলাদেশি !!

অবৈধ সমস্যায় জর্জরিত এশিয়ার অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসিদের আটকের জন্য প্রতিদিন চলছে অভিযান। আর সেই অভিযানে কেউ কেউ গ্রেফতার হয়ে দেশে ফেরার অপেক্ষায়।

আবার ভাগ্যের জোরে অভিবাসন বা পুলিশের হাতে এড়িয়ে হাজার হাজার বাংলাদেশী চলছে রোজগারের সন্ধানে। গ্রেফতারের ভয় কে জয় করে প্রতিদিন ছুটে চলছে এসব বাংলাদেশি। কিন্তু ভাগ্যর খেলায় হার মেনে, মালয়েশিয়ার রাজধানীর পার্শ্ববর্তী নিলাইতে অভিবাসন বিভাগের অভিযানে ২৮ বাংলাদেশিসহ ৬৯ জনকে গ্ৰেফতার করে ইমিগ্ৰেশন।

মঙ্গলবার নিলায় উতামা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সেনাঅংয়ের অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশীসহ আটক করা হয় ১১০ জনকে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৬৯ জনকে গ্ৰেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের ২৮, ইন্দোনেশিয়ার ২৩, পাকিস্তানের ১০, ইন্ডিয়ার ৭ ও একজন মায়ানমারের নাগরিক। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *