ফ্ল্যাট দেখতে গিয়ে হাত-মুখ বেঁধে নারীকে ধর্ষণ!
নারায়ণগঞ্জ আদালতে মহসিন নামের ২৬ বছর বয়সী একজনের সঙ্গে ৩৫ বছর বয়সী এক মহিলার পরিচয় হয়। মহসিন মহিলার পরিবারের সঙ্গে থাকার জন্য একটি ফ্ল্যাট খুঁজতে চান। মহিলা মহসিনকে বলল যে আমার ফ্ল্যাটটা অনেক বড়, তুমি চাইলে একটা সাবলেট দিতে পারো। মহসিন মহিলার প্রস্তাবে রাজি হয়ে ফ্ল্যাট দেখতে যান। ফ্ল্যাটটি দেখার পর মহসিন হাত -মুখ বেঁধে, মহিলাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ফতুল্লার তাল্লা আজমেরীবাগ এলাকায় ঘটনার তিন দিন পর রোববার সন্ধ্যায় মহসিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।
মহসিন পটুয়াখালী জেলার দক্ষিণ চন্দ্রখালীর গোবখালী গ্রামের মৃত ফজল হক ও আমিনা খাতুনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই নারী তার আত্মীয়দের সঙ্গে আলোচনা করেন এবং থানায় অভিযোগ দেরিতে দেরি করেন। তাই অভিযোগ পাওয়ার ৩ দিন পর প্রাথমিক তদন্তের পর আমি মামলাটি গ্রহণ করেছি। পলাতক মহসিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।