বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপনে প্রধান অতিথি হবেন মোদি !!

আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন শুরু হতে চলেছে। এ উপলক্ষ্যে সেদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে সরকার। আর সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই আমন্ত্রণের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে গেল ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও চিড় ধরেনি।

ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সব দিক ঠিক থাকবে অনুষ্ঠানের একদিন আগেই ঢাকাই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রধান বক্তা হবেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেষ হাসিনাও।

একদিকে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসি নিয়ে চলছে চাপা উত্তেজনা দুই দেশের মধ্যে, সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ যাওয়া নিঃসন্দেহে তাত্‍পর্যপূর্ণ। শেখ হাসিনার শাসনকালে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে দেশের পূর্ব সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ। কড়া নজরে রয়েছে কট্টরপন্থী সংগঠন জামাত-উল-মুজাহিদ্দিন বাংলাদেশও।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *