বঙ্গবন্ধু বিপিএল মাতাতে ঢাকায় আসবেন যেসব নামিদামি তারকারা !!
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

এবারের বিপিএল আয়োজন করা হচ্ছে বিসিবি থেকেই। সেই আসরকে সামনে রেখেই সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। এর মাঝেই এবারের বিপিএলকে সামনে রেখেই সকল নামিদামি তারকারা আসা শুরু করেছেন ঢাকায়।
তারা সবাই যে থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানেই। এ বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিংবডির চেয়ারম্যান শেখ সোহেল। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি সংস্কার চলছে। এখানেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচ।
এ ছাড়াও টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। আগামী ১১ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে জমকালো এই আসর।
এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড সুপাস্টার সালমান খান। এ ছাড়া এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। দেশি তারকাদের মধ্যে গান পরিবেশন করবেন জেমস এবং মমতাজ।