বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি – যা জানালো আবহাওয়া অধিদপ্তর !!
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সাথে চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।আজ বুধবার (১০ জুন) ঢাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থাকবে। ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফেনী, মাদারীপুর, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়।
পূর্বাভাসে আরো বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।