বন্ধুর মেয়ে চান, সালমানই হবেন স্বামী, জানুন এরপর…
সময়ের সাথে সাথে যে কয়জন বলিউডের নায়ক উপমহাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে সালমান খান অন্যতম। তাঁকে নিয়ে যেন ভক্তদের আগ্রহের শেষ নেই। অনেকেই তো রীতিমত তাঁকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখেন। তবে এবার অবাক করার মত ঘটনা ঘটেছে। কেননা, সালমান খানের ঘনিষ্ঠ এক বন্ধুর মেয়ে তাঁকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি, সালমান খানের বন্ধুর মেয়ে অনন্যা পাণ্ডে, ‘পতি পত্নী অউর ও’ সিনেমার প্রচারণার জন্য এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে এক প্রশ্নের জবাবে পাণ্ডে বলেন, সালমান খানকে আমার অনেক পছন্দ। স্বামী হিসেবে এই নায়ককে খুব কাছে পেতে চাই। শুধু তাই নয়, কখনো যদি কারো সঙ্গে সম্পর্কে জড়াই, তিনি হবেন সালমান খান।
এদিকে, একই সাক্ষাৎকারে নায়িকা ভূমি জানান, অক্ষয় কুমারকে স্বামী হিসেবে দেখতে চান এবং হৃত্বিককে দেখতে চান অতিরিক্ত প্রেমিক হিসেবে।অন্যদিকে, মধুবালাকে স্ত্রীর ভূমিকায় দেখতে চান নায়ক কার্তিক আরিয়ান। জিনাত আমানকে দেখতে চান অতিরিক্ত প্রেমিকার ভূমিকায়।উল্লেখ্য, জীবন থেকে ৫৩ বছর পার হয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি বলিউড সুপারস্টার সালমান খান।