বরফে পা পিছলে পাকিস্তানে চলে গেলেন ভারতীয় সেনা, দুশ্চিন্তায় গোটা পরিবার !!
বরফে পা পিছলে ভারতীয় সেনার এক হাবিলদার আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন বলে সংবাদ সূত্রে জানা যায়। এনিয়ে ওই হাবিলদারের পরিবারের চরম দুশ্চিন্তায় দিন কাটছে। নিখোজ ঐ হাবিলদারের নাম রাজেন্দ্র নেগি, তিনি রতীয় সেনার এক হাবিলদার হিসেবে কর্তব্যরত ছিলেন।
জানা যায়, গত ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরীকে ফোন করে জানানো হয়, তার স্বামী নিখোঁজ। পরবর্তীতে জানা যায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।
নেগিকে দ্রুত পাকিস্তান থেকে ফেরত আনার জন্য ভারতীয় সরকারের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে তার পরিবার।
ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, নেগিকে ফেরত আনতে ইতিমধ্যে সকল ধরণের তৎপরতা শুরু হয়েছে। তবে এনিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।