বস্তায় ৮ কেজি চাল কম, আওয়ামী লীগ নেতার এক মাসের কারাদণ্ড !!
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে নজরুল ইসলাম খান নামে এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের ১০ টাকা কেজি চাল বিক্রির ডিলার।
স্থানীয়রা জানায়, ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ডিলার নজরুল ইসলাম ওজনে কম দেন। ৩০ কেজির জায়গায় তিনি প্রত্যোককে ২২/২৩ কেজি করে চাল দিচ্ছিলেন। বিষয়টি চাল নিতে আসা ব্যক্তিরা বুঝতে পেরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারকে মোবাইল ফোনে অবগত করেন।
পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মতিউর রহমানকে ঘটনাস্থলে পাঠালে অভিযোগের সত্যতা পান। ওজনে কম দেয়ার বিষয়টি ডিলার স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। পাশাপাশি তার ডিলারশিপও বাতিলের নির্দেশনা দেন তিনি।