Sports News
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি !!

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। আগামী ১৭ জানুয়ারি মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।
প্রথমবারের মত আইসিসির কোনো ইভেন্টে আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান। আইসিসির যেকোনো ইভেন্টে বাইরের দেশের আম্পায়াররা জায়গা পেলেও বাংলাদেশি আম্পায়ারদের জায়গা পাওয়াটা ছিল দুস্কর।
কিন্তু এবার প্রথমবারের মত আইসিসির টুর্নামেন্টে দায়িত্ব পেলেন দুই বাংলাদেশি আম্পায়ার। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বেন এ দুই আম্পায়ার। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।