বাংলাদেশিকে হ’ত্যার দায়ে সৌদি নাগরিকের মৃ’ত্যুদ’ণ্ড !!

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে হ’ত্যার অভিযোগে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃ’ত্যুদ’ণ্ডের রায় দিয়েছেন সে দেশের আদা’লত। সোমবার (২৯ মার্চ) সৌদিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের জুন মাসে সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর স’ঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বা’দানু’বাদ হয়।

একপর্যায়ে উমর পি’স্ত’ল দিয়ে গু’লি করলে ঘটনাস্থ’লেই সাগর মা’রা যা’ন। গু’লি করার পর উমর পা’লিয়ে যান। দী’র্ঘদিন ত’দন্তের পর স্থানীয় আ’ইন প্রয়োগকারী বাহি’নী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আ’টকের পর বিচা’রের সম্মু’খীন করে।সাগর পাটোয়ারী হ’ত্যা মা’মলার শু’নানিতে দাম্মাম ক্রি’মি’নাল কোর্টে মৃ’তের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃ’ত্যুদ’ণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বি’রু’দ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদা’লত আসামিকে শি’র’শ্ছে’দের মাধ্যমে মৃ’ত্যুদ’ণ্ড কার্যকর করার রায় প্রদান করে। নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার ছেলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *