বাংলাদেশিদের আজ থেকে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা !!

আজ শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। গতকাল (৭ মে) শুক্রবার এ তথ্য জানিয়ে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন। মালয়েশিয়া হাইকমিশন জানায়, করোনা ভা’ইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৮ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বাংলাদেশি নাগরিকরা বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মালয়েশিয়ান নাগরিক গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিশ্ব করোনা পরিস্থিতি: করোনাভা’ইরাসের ছোবলে বিপর্যস্ত বিশ্ববাসী। দিন যত যাচ্ছে এর ভ’য়ঙ্কর ছোবলে প্রাণহানির সংখ্যা ততই বাড়ছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আ’ক্রান্ত মানুষের সংখ্যাও। গত একদিনে বিশ্বে করোনায় আ’ক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭২৬ জনের। একই সময়ে নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (৮ মে) সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন। আ’ক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৫৮৯ জন।বিশ্বে করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৪ হাজার ৯১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন।তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আ’ক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *