বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ইতালি সরকার
বাংলাদেশে আ’ট’কে পড়া ইতালি প্রবাসী যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সা’পেক্ষে দেশটিতে যেতে পারবেন। রোববার জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়। ১লা সেপ্টেম্বর থেকে ওই আদেশ কার্যকর হবে। অর্ডিন্যান্সটি ২৫শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
তবে, জানা যায়, পরবর্তীতে করো’না পরিস্থিতি পর্যালোচনায় নতুন নির্দেশনা আসতে পারে। জারিকৃত অর্ডিন্যান্সে যেসব টিকার নাম রয়েছে সেখানে চীনের কোন টিকা নেই। ইতালি ভাষায় জারিকৃত ৬ পৃষ্ঠার আদেশের বিস্তারিত ট্রান্সলেশনের কাজ চলছে।
ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অনুমোদিত টি’কা গ্রহণ করতে হবে। এটা সব দেশের জন্য বাধ্যতামূলক। টি’কার সার্টিফিকেট ছাড়াও বাংলাদেশ, ভা’রত ও শ্রীলঙ্কার নাগরিকদে’র জন্য অ’তিরিক্ত শর্ত রয়েছে।
যা হলোঃ
১. ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করো’নার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে।
২. পৌঁছার পর টেস্ট হবে।
৩. বাধ্যতামূলক ইতালিতে ১০ দিন নিজ খরচে কোয়ারেন্টিনে কা’টাতে হবে, উপসর্গ থাকলে মেয়াদ বাড়বে।