বাংলাদেশি যুবককে মালয়েশিয়ায় গলা’কে’টে খু’ন, দুই নারী গ্রে’ফ’তার !!

মালয়েশিয়ায় বাংলাদেশি এক হ’ত্যা’র দায়ে দুই বাংলাদেশি নারীকে গ্রে’ফ’তার করেছে পুলিশ। রবিবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এদের গ্রে’ফ’তার করা হয়। গ্রে’ফ’তারকৃতরা হচ্ছে ইয়াসমিন (৩৫), আলেয়া (৪০)। গ্রে’ফ’তারের পরপরই দুই নারীকে রি’মা’ন্ডে নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে হ’ত্যা’কাণ্ডের সময় প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছেন মা’ম’লার তদন্তকারী কর্মকর্তা এএসপি মি.ইউ। রোববার প্রথম দফা জিজ্ঞাসাবাদের পর ফের সোমবার বিকেলে ২য় দফায় জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে কি কারণে মামুনকে হ’ত্যা করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। ১৫ নভেম্বর স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে কালো রঙের একটি গাড়িতে করে ৪-৫ জন দুর্বৃত্ত ক্লাং মেরু এলাকায় আব্দুল্লাহ আলমামুন (৩২) দোকানে প্রবেশ করে। এরপর দোকানের শার্টার বন্ধ করে মামুনকে গ’লা’কে’টে হ’ত্যা করে পা’লি’য়ে যায়।

আব্দুল্লাহ আল-মামুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে। এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, পুলিশ সন্দেহভাজন দুই নারীকে গ্রে’ফ’তার করেছে এবং তাদের রি’মান্ডে নেয়া হয়েছে। হ’ত্যা’কা’ণ্ডের সঙ্গে যারাই জড়িত, তাদের অবশ্যই বিচার হবে বললেন দূতাবাসের সংশ্লিষ্টরা। এ দিকে মামুনের লাশ ক্লাং হাসপাতাল ম’র্গে রাখা হয়েছে। হ’ত্যা’কা’ণ্ডের তদন্ত শেষে মামুনের লা’শ দেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *