দেশের খবর
বাংলাদেশের এমন করোনা পরিস্থিতি দেখে হতাশ চীনের বিশেষজ্ঞ দল !!

বাংলাদেশে মহামারি করোনাভা’ইরাসে আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরপরেও করোনা নিয়ে দেশের জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। করোনাকালীন সময়ে বাংলাদেশের এমন পরিস্থিতি দেখে হতাশ সফররত চীনের বিশেষজ্ঞ দল।
তারা বলেছেন, করোনাভা’ইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা।রো
ববার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন।
বিশেষজ্ঞরা বলেন, করোনাভা’ইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। চিকিৎসকসহ চিকিৎসাকর্মীর সংখ্যাও খুবই কম। তবু স্বল্পসংখ্যক জনবল নিয়ে তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা আরো বলেন, দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ, দ্রুত আইসোলেশন এবং দ্রুত চিকিৎসা এখন খুব গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কেস থেকে সর্বস্তরে টেস্ট নিশ্চিত করতে হবে।