বাংলাদেশের রাস্তায় এখন চলবে ১৮০০ সিসির মোটরসাইকেল !!
বাংলাদেশের রাস্তায় এখন চলবে ১৮০০ সিসির মোটরসাইকেল। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও হোন্ডার মধ্যকার সহযোগিতার প্রতীক হিসেবে বিশ্বের অত্যাধুনিক মোটরসাইকেল দু’টি উপহার দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-কে দু’টি ফ্ল্যাগশিপ ‘জিএল ১৮০০ গোল্ডউইং’ মোটরসাইকেল হস্তান্তর করেছে।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাৎসুকি এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে দু’টি ১৮০০সিসি মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানায়, ‘খুব শিগগিরই এই ব্র্যান্ডের আরো ছয়টি মোটরসাইকেল এসএসএফ-এর কাছে হস্তান্তর করা হবে।’