বাংলাদেশে ঢুকে মাছ শিকারের সময় ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক !!
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে ঐকমত্য রয়েছে। তাই বাংলাদেশের জনগণের সঙ্গে মেলবন্ধনকে জোর দিচ্ছে ভারত। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অপরাধে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুই ট্রলারসহ তাদের আটক করা হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ট্রলার ও মাছসহ তাদের মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।