বাংলাদেশে পঙ্গপালের হানা নিয়ে যা জানালো জাতিসংঘ !!

ম’হামা’রি করোনাভা’ইরাসে কাঁপছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়াই আরেক আ’তঙ্ক ‘পঙ্গপাল’। বেশ কিছুধরে পাকিস্তান ও ভারতে পঙ্গপাল উৎপাত শুরু করেছে। বাংলাদেশেও পঙ্গপাল আঘাত হানতে পারে বলে শোনা যাচ্ছিল।এবার এ নিয়ে আশার কথা শোনালো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএ। বাংলাদেশে পঙ্গপালের আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে এফএ। বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই মরু পঙ্গপালের দলের।

এর কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে, পঙ্গপালের দল বাতাসের অনুকূলে উড়ে বেড়ায়। তাই রাজস্থান থেকে পঙ্গপালের দল বাতাসের গতিপথ অনুযায়ী মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের দিকে যেতে পারে। এমনকি বিহার ও উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা আছে।

এরপর মৌসুমী বায়ু দিক পরিবর্তন করলে আবার পঙ্গপালের দল রাজস্থানের দিকে ফিরে আসতে পারে। তবে ততদিনে তাদের প্রজননের সময় হয়ে যাবে। বাংলাদেশ এখন মৌসুমী বায়ুর অনুকূলে। ফলে সেদিকে পঙ্গপালের দল যাওয়ার সম্ভাবনা নেই। পঙ্গপাল শুষ্ক আবহাওয়া পছন্দ করে। বাংলাদেশের আবহাওয়া আদ্র। সবুজ পরিবেশে মরু পঙ্গপালের যাওয়ার সম্ভাবনা কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *