বাংলাদেশ এতো বড় সাহস দেখাবে তা ভাবতেই পারেনি ভারত !!
আজকেই টেস্ট অধিনায়ক হিসেবেই অভিষেক হয় মমিনুল হকের। তবে আজকে টস জিতেই একটি ভুল সিদ্ধান্ত নিতে নিলেন মুমিনুল। আর সেটি হচ্ছে টস জিতে ব্যাটিং করা।
আর বাংলাদেশ এমন সাহস দেখাবে ক্তা ভাবতেই পারেনি ভারত। এমনটাই মনে করছেন অশ্বিন নিজেই। এই ব্যাপারে তিনি বলেন ,’ আপনারা বারবার আমাকে এমন প্রশ্ন করছেন যার উত্তর দেওয়া উচিত না। দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোন আন্তর্জাতিক দল ভয় নিয়ে খেলতে নামে। আপনি যদি ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের কথা বলেন যারা স্টাম্প ছেড়ে খেলছিল, এটা অনেক দলের ১০ ও ১১ নম্বরের সঙ্গেই হয়।’
এরপরই টস জিতে বাংলাদেশের সাহসী সিদ্ধান্তের তারিফ করেন অশ্বিন, ‘আমি মনে করি টস জিতে ব্যাটিং নেওয়া বড় সাহসী সিদ্ধান্ত ছিল তাদের। আসলে আমরা আশাই করিনি। আমরা ভেবেছি তারা বোলিং নেবে, এই পরিস্থিতিতে সেটাই তাদের জন্য স্বস্তির হতো। আমি এটাও মনে করি তাদের কিছু ব্যাটসম্যান সকালে দারুণ ব্যাট করেছে।