বাংলাদেশ দলের স্পন্সর হতে আগ্রহ নেই কোনো প্রতিষ্ঠানের !!

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। একের পর এক ব্যর্থতার মধ্য দিয়েই যেতে হচ্ছে দলকে। এর মধ্যে এবার স্পন্সর নিয়ে সমস্যায় পড়তে হয়েছে জাতীয় দলকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইউনিলিভারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন স্পন্সর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণেই স্পন্সর পাচ্ছে না বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এটি আমাদের জন্য বিব্রতকরই। এর আগে আমরা বরং অন্য রকমই দেখেছি । অবশ্য জাতীয় দলের বাজে পারফরম্যান্সই এর মূল কারণ হতে পারে । ২০১৫-র বিশ্বকাপ থেকে জাতীয় দল দারুণ পারফর্ম করতে শুরু করার পর স্পন্সরদের হুমড়ি খেয়েই পড়তে দেখেছি আমরা। এখন মুখ ফিরিয়ে নেয়াকে তাই বাজে পারফরম্যান্সের ফলই ধরতে হবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *