বাজারে নতুন পেঁয়াজ, জেনে নিন বিক্রি হচ্ছে কত টাকায় ??

দিন-দিন পেঁয়াজের দাম বেড়েই চলছে। এই মুহূর্তে বাংলাদেশের সব শ্রেণি পেশার মানুষের একটায় আলোচনা, কবে কমবে পেঁয়াজের দাম? বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা।

এমতাবস্তায় শুক্রবার (১৫ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে নতুন মৌসুমের পাতাওয়ালা পেয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি হিসেবে প্রতি পাল্লা (৫ কেজি) ৩৫০ টাকায়।

নতুন পেয়াজ বাজারে আসায় অধিকাংশ ক্রেতাই সেই পেয়াজই কিনছে। তবে পাতার পরিমান বেশি এবং পেয়াজ ছোট থাকায় একেবারে পেয়াজ নির্ভর খাদ্যপন্য তৈরী তথা রান্নার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে পুরাতন পেয়াজ কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা।

এ প্রসঙ্গে একজন পেয়াজ বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুরাতন পেয়াজের দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে দাম সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত উঠার আশংকা রয়েছে বলে জানান তিনি।

সৈয়দপুর পাইকারী সবজি বাজারের আড়ৎদাররা দাম বাড়ার কারণ হিসেবে জানান, পাবনা ও কুষ্টিয়ার পাইকারী বাজারে পেয়াজের দাম বৃদ্ধি পাওয়া বেশি দামে আমদানী করতে হচ্ছে। তাছাড়া দক্ষিণাঞ্চলে সম্প্রতি বুলবুল এর আঘাতে ছিন্নভিন্ন হয়ে পড়ায় সেখান থেকে পেয়াজ আসছেনা।

প্রসঙ্গত, গত ২৯ সেম্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নিজেদের রফতানি নীতি সংশোধন করে পেঁয়াজকে রফতানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ঢুকিয়েছে। এর পর থেকে বাংলাদেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজের দাম ২৫০ টাকায় ঠেকেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *