বাথরুমে ঢুকে নারী ইউপি সদস্যেকে ধর্ষণ করলো আরেক ইউপি সদস্য!
আরেক ইউপি সদস্যের বিরুদ্ধে জামালপুরে এক মহিলা ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে ভিকটিম জামালপুর উইজডম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ক: রহিম সরকার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বটতাজোর বীরগাঁও সরকার বাড়ির সন্তান। মামলার বাদী একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের একজন ইউপি সদস্য।
মামলা এবং ভিকটিমের সূত্র জানায়, অভিযুক্ত এ রহিম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারী ইউপি সদস্যকে হয়রানি ও অপব্যবহার করতেন। কিন্তু ভুক্তভোগী সবসময় তা প্রত্যাখ্যান করছিল। ২৭ সেপ্টেম্বর মহিলা সদস্য ইউপি সদস্য রহিমের সঙ্গে জন্ম নিবন্ধনের শংসাপত্রের জন্য কথা বলেন। তিনি তাকে পরদিন সকালে অফিসে আসতে বলেন।
২৮ সেপ্টেম্বর, সকাল ১০ টায় মহিলা সদস্য পরিষদে গিয়ে ইউপি সদস্য এ রহিমের সঙ্গে কথা বলেন, যিনি চেয়ারম্যানের ঘরে বসে ছিলেন, জন্ম সনদ নিয়ে। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে মহিলা সদস্য বাথরুমে প্রবেশ করতে যান। এ সময় এ রহিম দরজা ঠেলে ভেতরে ঢুকে মহিলা সদস্যকে ধর্ষণ করে। তিনি দ্রুত একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। মহিলা সদস্য তৎক্ষণাৎ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদারকে তার মোবাইল ফোনে ঘটনাটি জানান। চেয়ারম্যান বিষয়টি কাউকে না জানানো এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।