বাবার সঙ্গে পালিয়েছে বোমার শব্দে হাসা সেই সিরিয়া শিশু !!

হঠাৎ কোন শব্দ শুনলে ভয় পাবেন না এমন কোন মানুষ নেই।স্বাভাবিক শব্দ হলেও চমকে উঠেন, তাও যদি হয় আবার বোমার শব্দ ভয় না পাওয়ার কোন কারণ নেই। গতমাসে সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরে বাস করা সালওয়া নামে এক শিশুর ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, বিমান হামলার মধ্যেই হাসছেন এবং গেম খেলছেন তিনি। বোমার শব্দে ভয় না পাওয়া এই বিস্ময় শিশুটি সম্প্রতি সিরিয়া ছেড়ে তুরস্কে বাবার সাথে পালিয়ে গেছেন বলে সংবাদ সংস্থা আন্দালু এজেন্সির খবরে বলা হয়েছে।

তুরস্কের গণমাধ্যম জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সালওয়া তার বাবা আব্দুল্লাহ মোহাম্মদের সঙ্গে তুরস্কে পৌঁছান। তারা দক্ষিণ তুরস্কে রেইহানলি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।

সালওয়ার বাবা আবদুল্লাহ মোহাম্মাদ তখন জানান, তিনি তার সন্তানকে বোমার শব্দে না ভয় পেয়ে হাসার জন্য শিখিয়েছেন। তিনি তার মেয়েকে ছোটবেলা থেকে বিভিন্ন হামলার শব্দ শুনিয়ে বুঝিয়েছিলেন যে এগুলো আনন্দের বিষয়। সিরিয়া সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০ লাখ সিরিয়ান শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *