বাহরাইনের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন ইমরান খান !!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আসন্ন সফরে তাকে এ সম্মাননা পুরস্কার দেওয়া হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম সোমবার (৯ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ জুলিফকার বুখারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চলতি মাসের ১৫ তারিখে বাহরাইনের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ইমরান খান। সেখানে তাকে ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ সম্মাননা প্রদান করবেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।

বাইরাইনের বাদশা দ্বিতীয় হামাদ ২০০৮ সালের ১৭ই এপ্রিল এ পুরস্কার চালু করেন। জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ পদক দেয়া হয়।

আগামী ১৫ ডিসেম্বর তিন দেশ সফরে বের হবেন ইমরান। প্রথমে তিনি বাহরাইন যাবেন। এরপর রোহিঙ্গাদের নিয়ে জেনেভার এক অনুষ্ঠানে যোগ দেবেন। আর মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তার সফর শেষ হবে।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মাননা দেওয়া হয়। ২৪ আগস্ট রাজধানী মানামায় মোদীর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *