সৌদিতে আবারো বাড়ালো ভ্রমণে নিষেধাজ্ঞা !!

আগে থেকে বলা হচ্ছিল, নিজেদের দেশের বাসিন্দাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো এ বছরের ৩১ মার্চ খুলে দেবে সৌদি। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি দেশটি এ তথ্য দিয়েছিল। তবে তা আর হচ্ছে না।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভা’ইরাস সংক্রমণের জেরে বন্দর খোলার সিদ্ধান্ত পিছিয়েছে রিয়াদ। ১৭ মে পর্যন্ত, স্থলবন্দর, নৌ-বন্দর ও সমুদ্রবন্দর খোলার সিদ্ধান্ত স্থগিত রেখেছে সৌদি আরব। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, ৩১ মার্চ বাসিন্দাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়ে বন্দর খুলে দেওয়া হবে। তবে করোনাভা’ইরাস সংক্রমণের বিষয়টি এবং বিশ্বের বিভিন্ন দেশে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়ানো দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬৭ হাজার পাঁচশ ৪৩ জন এবং মারা গেছে ছয় হাজার তিনশ ৬৮ জন।

সূত্র: সৌদি গেজেট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *