বাড়িতে যাওয়ার অপরাধে ৯ বছরের শিশুকে মেরে হাত ভেঙে দেয় শিক্ষক!
টাঙ্গাইল সখিপুরে শিক্ষক বলেন বাড়ি না যাওয়ার অপরাধ। আবদুল্লাহ (৯) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে এবং তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলমাঘাট এলাকার মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত শিক্ষার্থী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
শিশুটির বাবা রবিউল ইসলাম জানান, আব্দুল্লাহ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কলমাঘাট এলাকার মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ত। তিনি মাদ্রাসা থেকে খাবারের প্লেট হারিয়ে ফেলেন। এই ভয়ে তিনি গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার পাশের সালঙ্গা গ্রামে তার দাদার বাড়িতে যান। পরদিন ননী তাকে বুঝিয়ে আবার মাদ্রাসায় গিয়ে আজিজুল ইসলামের কাছে আসেন। আজিজুল ইসলাম শিশুটিকে এলোমেলোভাবে মারধর করে, তার হাত ভেঙে বাড়িতে পাঠায়। আত্মীয়রা তাকে কালিয়াকৈর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আজিজুল ইসলাম জানান, তাকে মারধর করা হয়নি। যখন সে আবার বাড়ি যেতে চায়, তারা তার হাত ধরার চেষ্টা করে। এ সময় তিনি পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেন।