বিএসফের গু’লিতে নিহত হওয়ার ২২ দিন বাংলাদেশির লা’শ ফেরত !!

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়ার ২২ দিন পর এক বাংলাদেশির লা’শ ফেরত দেয়া হয়েছে।রোববার রাত পৌনে ১০ টায় বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত দেয়া হয়।

আবদুর রহিম (৫০) নামের নিহত ওই ব্যক্তির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামে। তার বাবার নাম আবুল কাসেম।গরু আনতে গেলে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।

লা’শ ফেরত দেয়ার সময় নিহতের স্বজনরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এর আগে তার লা’শ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এতদিনে কোনো সাড়া পাওয়া যায়নি।অবশেষে আজ মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তার লা’শ ফেরত দেয়া হয়েছে।

এর আগে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ৩ নভেম্বর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আবদুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালালে তিনি নিহত হন।

তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *