বিক্রি হচ্ছে ময়দায় বানানো গ্যাস্ট্রিকের ওষুধ !!
ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ময়দায় বানানো বিপুল পরিমাণ নকল সেকলো ক্যাপসুল জব্দ করেছেন। এসময় ওই ফার্মেসির গোডাউন থেকে লাখ টাকা মূল্যের সরকারি ওষুধও জব্দ করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।মো. রুহুল আমিন জানান, ফেসবুকে অভিযোগ পেয়ে আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ময়দা দিয়ে বানানো ২২৪ পাতা নকল সেকলো ক্যাপসুল এবং লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয় ।
তিনি বলেন, আসল সেকলোর দানাগুলো ছোট ছোট। ক্যাপসুলের গায়ে স্কয়ার লেখা থাকে। দানাগুলোর স্বাদ তিতা হয়। অন্যদিকে নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার আকারের। দানার স্বাদ ময়দার মতোই।ইউএনও বলেন, গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা সেকলো ক্যাপসুলের। এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল সেকলো বাজারজাত করছে। মানুষকে ঠকাচ্ছে। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে।
‘অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছে। আলম ফার্মেসি আমরা বন্ধ করে দিয়েছি’ যোগ করেন ইউএনও মো. রুহুল আমিন।
সূত্রঃ দ্যা বাংলাদেশ টুডে