বিদায়ী বছরে আল আকসায় এসে ইসলাম গ্রহণ করেছেন ২৪০ জন !!

কাশ্মীর সংকট, রোহিঙ্গা ইস্যুসহ মুসলিমদের জন্য চরম হতাশার বছর ছিল ২০১৯ সাল। তবে ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়,আড়ালে তার সূর্য হাসে’ এরূপ কথাগুলি যে একেবারে অমূলক নয়; মুসলমানদের জন্য তা আবার সত্য প্রমাণিত হয়েছে, ভয় দুর্দশা ও চরম হতাশার মাঝেও মুসলিম উম্মাহর জন্য ‘আড়ালের সূর্য’ এর মতো দারুণ একটি সুখবর দিয়েছে ফিলিস্তিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল কুদস ও শাবাকাতুল কুদস আল ইখবারিয়্যাহ।

তারা জানিয়েছে, বিদায়ী বছর ২০১৯ সালে অন্তত ২৪০ জন মানুষ বিশ্বের নানাপ্রান্ত থেকে পবিত্র মসজিদ আল আকসায় এসে ইসলাম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনের সর্বোচ্চ দাঈ ও ওলামা পরিষদ এসোসিয়েশন অফ ইসলামিক স্কলারস-এর চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরির বরাতে গণমাধ্যমদুটি এই সুখবর প্রদান করে।

সূত্র জানায়,এক্ষেত্রে খৃষ্টধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণকারী নওমুসলিমদের সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় কয়েকগুণ বেশি। আগামী বছরগুলোতে নতুন ইসলামধর্ম গ্রহণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র: আল কুদস ও শাবাকাতুল কুদস আল ইখবারিয়্যাহ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *