বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে দুই লাখ টাকা আদায়, আরো জানুন…

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে গ্রাহকের কাছ থেকে ৬ হাজার টাকা করে আদায়ের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৫ জন গ্রাহকের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় অভিযানে গিয়ে দুদক কর্মকর্তারা অভিযোগের সত্যতা পান। চট্টগ্রামের ঠিকাদার স্বপন বড়ুয়ার স্থানীয় সমন্বয়কারী পরিচয়দানকারী খালেদ মাহমুদ গ্রাহকদের কাছ থেকে এ টাকা আদায় করেছিলেন।

দুদক সূত্র জানায়, সদর উপজেলার চররুহিতা এলাকায় সম্প্রতি পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে ৩৫ জন গ্রাহকের কাছ থেকে ৬ হাজার টাকা করে আদায় করার অভিযোগ আসে। এনিয়ে দুদক কর্মকর্তারা পল্লী বিদ্যুতের কর্মীদের নিয়ে সরেজমিন গিয়ে মিটার প্রত্যাশী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান। পরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শাহজাহান কবীরকে বিষয়টি অবগত করে গ্রাহকদের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এ ব্যাপারে দুদকের নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বলেন, বিদ্যুতের মিটার সরবরাহের জন্য টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থলে ঠিকাদার ও লোকজনকে পাওয়া যায়নি। বিষয়টি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে অবগত করে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *