বিপিএলে টিকিটের দাম শুনে অবাক সালমান-ক্যাটরিনার ম্যানেজার !!
এবারের বিপিএলটি হচ্ছে বিশেষ বিপিএল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। স্বাভাবিকভাবেই এই বিপিএল ঘিরে চলছে বিশেষ আয়োজন। এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
থাকবেন জেমস-মমতাজের মতো জীবন্ত কিংবদন্তিরা। এই অনুষ্ঠান মঞ্চের সামনে মাঠের সবুজ গালিচায় বসে দেখার জন্য গুণতে হবে ১০ হাজার টাকা। এরপর মঞ্চের ৫০-৬০ গজ দূরে বসে যারা দেখবেন, সেই টিকেটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।
এছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড ও ক্লাব হাউজের টিকেটের মূল্য যথাক্রমে আড়াই ও ১ হাজার টাকা করে। কিন্তু এই টিকিটের এই মূল্য নাকি ‘খুব কম হয়ে গেছে’ বলে মনে করেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফদের ম্যানেজার। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল শনিবার (৭ ডিসেম্বর) এই তথ্য সাংবাদিকদের দিয়েছেন।