বিপিএল শুরুর আগেই ছিটকে গেলেন বিদেশি তারকা অলরাউন্ডার !!
আগামীকাল ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
প্রথম ম্যাচে দুই বড় তারকাকে পাচ্ছে না চট্টগ্রাম। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল বিপিএলের শেষের দিকে চট্টগ্রামে যোগ দিবেন। অন্যদিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর।
মাহমুদউল্লাহ না থাকায় দলের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। এদিকে বিপিএল থেকে ছিটকে গেছেন চট্টগ্রামের পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পুরো মৌসুমে চট্টগ্রাম মিস করবে তাকে। ইনজুরির কারণে এ স্পিন অলরাউন্ডারকে দেখা যাবে না এবারের বিপিএলে।