বিশ্বজুড়ে শুধু লা’শ আর লা’শ, ব্রাজিল খুঁড়ছে গণকবর !!

করোনায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে লা’শের স্তূপ। মৃতের সংখ্যা এতো বেশি যে লা’শের কবর দিতে গিয়েও হিমশিম খাচ্ছে দেশগুলো। দ্রুত লা’শ দাফনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার গণকবর খুঁড়ছে ব্রাজিল। পরে সেখানে কফিনে রাখা মরদেহ মাটিচাপা দেবেন কবরস্থানের কর্মীরা। গত ২৪ ঘণ্টায় পৃথিবীর বিভিন্ন দেশে আরও ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন প্রায় তিন হাজার।

দ্বিতীয় ধাপে দেশটিতে করোনাভা’ইরাসের সংক্রমণ শুরু হলে সেটা আরও ধ্বংসাত্মক হবে বলে সতর্ক করেছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ক্ষতিগ্রস্ত মার্কিনিদের সুবিধা দিতে ২ মাসের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। স্পেনেও ফের মৃতের সংখ্যা বেড়েছে। ভারতে একদিনে রেকর্ড ৫৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়া ও সিঙ্গাপুরে বেড়েছে সংক্রমণ। করোনা ঠেকাতে ঈদে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে ইন্দোনেশিয়া। খবর বিবিসি, রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

জানা গেছে, ব্রাজিলের অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে প্রাণঘাতী করোনাভা’ইরাসের প্রকোপ বাড়ছে। মেনাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, প্রতিদিন ওই শহরে করোনাভা’ইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। ফলে স্থানীয় প্রশাসনকে প্রতিদিন একশ’র বেশি মানুষের ম’রদেহ সমাধিস্থ করতে হচ্ছে। কিছুদিন আগেও সেখানে প্রতিদিন গড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। ফলে সেখানে মরদেহ সমাধির দায়িত্বে থাকা দফতর গণকবর খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে অনেকগুলো কবর খোঁড়া হয়েছে। এক্ষেত্রে মরদেহগুলোর পরিচয়ও সংরক্ষণ করা হচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *