বিশ্ব ইজতেমায় ৯ মুসল্লির ‘মৃ’ত্যু, জেনে নিন পরিচয় !!
কড়া নিরাপত্তার ব্যবস্থায় শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের বড় জমায়েত টঙ্গীর বিশ্ব ইজতেমা। জানা যায়, এবার স্মরণকালের ভেতর এবার অধিক মুসল্লির উপস্থিতির কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমার জুমার জামাত পরিচালিত হয়েছে উত্তরা থেকে।
ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী নিশ্চিত করেছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া ৯ মুসল্লি প’রলোক গমন করেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচ মুসল্লি প’রলোক গমন করেন। এ নিয়ে এবারের ইজতেমায় যোগ দিতে আসা নয় মুসল্লির প’রলোক গমন হলো।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বরিশাল জেলার গৌরনদী থানার খাঞ্জাপুর গ্রামের হাতেম আলীর ছেলে আলী আজগর বয়াতি (৭০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর দক্ষিণপাড়া গ্রামের মৃ’ত ওসমান গনির ছেলে ইউছুফ আলী মেম্বার (৪৫), রাজশাহী জেলার চারঘাট থানার বনকিশোর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড়তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে তমিজ উদ্দিনের (৬৫) ‘মৃ’ত্যু হয়েছে।
এর আগে শুক্রবার সকালে নওগাঁ জেলার আত্রাই থানার পাইকড়া গ্রামের মৃ’ত সোলাইমানের ছেলে শহিদুল ইসলাম প্রামাণিক (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া লাখিরপাড় হাসেম আলী সিকদারের ছেলে ইয়াকুব আলী শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিুপুর থানার পাটাক গ্রামের আমির হোসেনর ছেলে খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের পটিয়া থানার কৈয়গ্রামের গুরা মিয়ার ছেলে মোহাম্মদ আলীর (৭০) ‘মৃ’ত্যু হয়।