বিশ্ব ভালোবাসা দিবস মায়ের পা ধুয়ে পালন করলো শিক্ষার্থীরা !!

আজ বিশ্ব ভালোবাসা দিবস। টাঙ্গাইলে এবারও মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে এসপি পার্কে মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবসটি পালন করা হয়। তিন থেকে ছয় বছর বয়সী সন্তানদের নিয়ে দেড় শতাধিক মা অনুষ্ঠানে অংশ নেন।

জানা যায়, অনুষ্ঠানের শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালোবাসার স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয়। এ সময় মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। শিশুরাও হয়েছে আনন্দিত।

এদিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী বলেন, ‘ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা জন্য নয়। এই মানসিকতার পরিবর্তন দরকার। ভালোবাসার মাহাত্ম্য বোঝাতে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে চতুর্থবারের মতো ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।’
মায়ের গলায় মেডেল পরিয় দেয় শিশুরা

এ সময় অনুষ্ঠানে অংশ নেয়া অভিভাবক তাসলিমা আক্তার বলেন, ‘এ রকম উদ্যোগ একটি শিশুর মানসিক বিকালে বিশেষ ভূমিকা রাখবে। শিশুরা বড় হয়ে জানবে ভালোবাসা দিবস শুধু বন্ধু বান্ধব, প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। এই দিনে বাবা-মাকেও সময় দিতে হবে। তাদের প্রতি ভালোবাসা নিবেদন করতে হবে। আর এই অনুষ্ঠান থেকে নতুন প্রজন্মের শিশুরা তাদের পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য ও শ্রদ্ধা করতে শিখবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *