বুক ভরা কষ্ট নিয়ে যা বললেন মাশরাফি !!
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। এখন চলছে তৃতীয় পর্ব। বঙ্গবন্ধু বিপিএলে নিজের নামের সুবিচার করতে পারছে না
মাশরাফি। সেজন্য তার ওপর দলগুলোর ভরসা নেই বলে মনে করেন ম্যাশ।
প্রথম বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও তিনি অনেকটা সময় ছিলেন উপেক্ষিত। পরে তৃতীয় রাউন্ডে তাকে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। যদিও পরে সেই দলকে শিরোপা উপহার দেন মাশরাফি।
এই কথাগুলো আজও ভোলেননি টাইগার দলনেতা। বুকের ভেতর বোধ হয় জমিয়ে রেখেছেন কষ্টটা। তাইতো শুক্রবার চট্টগ্রামের কাছে হারের পর খানিকটা অভিমানের সুরে বলেছেন, আমার কাছে আশা কই করে? আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা। আসলে এটা ঠিক কি না জানি না, মালিকরা বলতে পারবে।’
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।