বেকারদের জন্য সুখবর, প্রাথমিকে ১৮ হাজার শিক্ষক নিয়োগ !!

বেকার জীবন আসলেই এক অভিশপ্ত জীবন। বেশি দিন বেকার থাকলে শেষ পর্যন্ত নিজের পরিবারের সাপোর্টও পাওয়া যায় না। আর এ থেকে মুক্তির একমাত্র পথ সৎসাহস, ধৈর্য, নিষ্ঠা ও প্রবল ইচ্ছা শক্তি। বেকার জীবনে আশেপাশের মানুষের কথায়ও কর্নপাত করবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে পড়াশোনা চালিয়ে যান। ইনশাল্লাহ বিজয়ী হবেন।

বেকারদের জন্য সুখবর নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।বৃহস্প্রতিবার (২১ নভেম্বর) কেরানীগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিগগিরই ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাতে কিছুটা হলেও এ সমস্যার সমাধান হবে।

প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেশের সর্ববৃহৎ পরীক্ষা। প্রায় ৩০ লাখেরও বেশী পরীক্ষার্থী এ বছর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর ফলে শিক্ষার্থীদের সাহস ও মনোবল বৃদ্ধি পাবে এবং প্রতিযোগী মনোভাব সৃষ্টি হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মরাই ২০৪১সালের মধ্যে বর্তমান সরকার ঘোষিত উন্নত দেশ গড়ার উত্তম কারিগর। তাই এখন থেকেই মানসম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *