বেগম জিয়ার জামিন না হলে কী ঘটবে কেউ জানে না, হুঁশিয়ারি দিলেন বুলবুল !!
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সামনের শুনানিতে জামিন না দিলে সরকার বেকায়দায় পড়বে। বিএনপির কর্মীরা দেশনেত্রীর কারাগারে থাকা মেনে নেবে না। সামনের শুনানিতে বেগম জিয়ার জামিন না হলে দেশে কী হবে তা কেউ জানে না। শনিবার (৭ ডিসেম্বর) রাজশাহী মহানগরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
বুলবুল আরো বলেন, ‘সরকার একের পর এক চল চাতুরি করে অনৈতিকভাবে অত্যাচার করে যাচ্ছে। আজ সাধারণ মানুষের মত প্রকাশের অধিকারও নেই। দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে। অথচ তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। তাই দলীয় প্রধানকে কারাগারে রেখে নেতাকর্মীরা আর বসে থাকতে পারে না।
১২ ডিসেম্বরের মধ্যে তাকে মুক্তি না দেওয়া হলে তারপর কী হবে আমরা বলতে পারবো না।’ রাজশাহী মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা যুবদল সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সম্পাদক শফিকুল আলম।