Sports News
ব্যাট হাতে সমালোচকদের কড়া যা জবাব দিলেন তামিম !!

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে সিরিজ জয় করেছে পাকিস্তান। এই সিরিজে ভাল খেলেও সমালোচনার মুখে পড়তে হয় তামিম ইকবালকে। তবে শনিবার (১ ফেব্রুয়ারি) প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা (২২২*) রানের ইনিংস খেলে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান।
ম্যাচে পূর্বাঞ্চলের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে পিষ্ট হয়েছে মধ্যাঞ্চলের বোলাররা। মুমিনুল এবং তামিম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ২৯৬ রান যোগ করেছেন।
প্রসঙ্গত, বিসিএলের প্রথম রাউন্ডের শুরু থেকেই শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট কিছুটা স্লো। যদিও প্রথম দিন নিজেদের পরিকল্পনা মতো বল করে মধ্যাঞ্চলকে ২১৩ রানে থামিয়ে দিয়েছিল পূর্বাঞ্চল।