Internation News
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মেয়রপার্থী তাপসের বৈঠক !!

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বৈঠক করেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আশাবাদ ব্যক্ত করেন।
ডিকসন বলেন, ‘নির্বাচন নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু ইভিএম ব্যবহার হচ্ছে, তাই সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করি।’ ডিকসন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচিত হলে কিভাবে উন্নয়ন হবে তা নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’