ব্রিটেনে করোনা থেকে সুস্থ হয়ে আবার মানব সেবায় নামলেন বাংলাদেশি নার্স !!

করোনাভা’ইরাসে আ’ক্রা’ন্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়েই প্রা’ণঘা’তী এ ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন ব্রিটেনের হাসপাতালে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত নার্স ইজমি আহমেদ। তবে করোনা যু’দ্ধে জয়ী হয়ে ফের আক্রা’ন্ত রোগীদের সেবায় দিতে কাজে যোগ দিয়েছেন তিনি।করোনা মহামা’রির প্রথম থেকেই তিনি যুক্তরাজ্যের বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। ইজমি আহমেদ বার্মিংহামের কমিউনিটি নেতা ও সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা লিটু আহমেদ জুম্মার মেয়ে।

তিনি করোনা আক্রা’ন্ত হওয়ার পর ডাক্তারের পরামর্শে পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর করোনা জয় করে তিনি ফের নেমে পড়েন মানব সেবায়।এদিকে ব্রিটেনে করোনাভা’ইরাসে মৃ’তের সংখ্যা আবারও কিছুটা কমের দিকে থাকলেও বেড়েছে আক্রা’ন্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮৪ জনের মৃ’ত্যু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিল ৪২৪, বুধবার ছিল ৪৯৪ জন। এখন পর্যন্ত মোট মৃ’তের সংখ্যা ৩৩ হাজার ৯৯৮ জন।

এদিকে দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনাভা’ইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রা’ন্ত হয়েছেন ৩ হাজার ৫৬০ জন। বৃহস্পতিবার আক্রা’ন্ত হয়েছিল হয়েছেন ৩ হাজার ৪৪৬ জন, বুধবার আক্রা’ন্ত হয়েছিল ৩ হাজার ২৪২জন। মোট আক্রা’ন্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১১ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *