ব্রেকিংঃ রাজধানী পর এবার চট্টগ্রামের প্রবেশপথও বন্ধ !!

প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের সং’ক্রমণ ঠেকাতে এরই মধ্যে রাজধানী ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

যার প্রেক্ষিতে ঢাকায় প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর প্রবেশপথ বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রয়োজন ছাড়া এখন থেকে কেউ নগরে ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। আজ সন্ধায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বলপ্রয়োগ করে মানুষকে আইন মানানো সম্ভব নয়। তাদের নিজেদেরই সচেতন হতে হবে। লকডাউন আরও কঠোর করতে আমরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম নগরের সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে সিএমপির পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *