ব্রেকিং নিউজঃ মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই !!
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মৃ’ত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার দেশটির কায়রো হাসপাতালে তিনি মৃ’ত্যুবরণ করেন। মৃ’ত্যুকালে তদার বয়স হয়েছিলো ৯১ বছর। প্রেসিডেন্ট হোসনি মোবারক হচ্ছেন মিসরের সবচেয়ে দীর্ঘস্থায়ী শা’সক।
তিনি ১৯২৮ সালের ৪ই মে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক। তার বাবা ছিলেন বিচার মন্ত্রণালয়ের একজন ইন্সপেক্টর।
তিনি ১৯৭৫ সালের উপ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে ১৯৮১ সালের ১৪ই অক্টোবর মুবারাক মিশরের রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালের ১৪ই অক্টোবর থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিন দশক মিসর শা’সন করেন এই প্র’য়াত রাজনীতিবিদ।
রাজনীতিতে প্রবেশের পূর্বে হোসনি মুবারাক মিশরীয় বিমান বাহিনীর একজন কমান্ডার হিসেবে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।আরব বসন্তের সময় ২০১১ সালের ৩০ জানুয়ারি মিশরে তার বি’রুদ্ধে ব্যা’পক বি’ক্ষোভ শুরু হয়। পুরো মিশর অচল করে দেওয়া হয়। ২০১১ সালে এক সামরিক অ’ভ্যুত্থানে ক্ষ’মতাচ্যুত হন তিনি।