Internation News
ভারতকে পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি !!

এবার ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকুন। নয়তো ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ।
গতকাল বুধবার (২৪ জুন) পাকিস্তানের জিও টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কোরেশি।এ সময় তিনি বলেন, চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামাচাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানের ওপর হামলার ষড়যন্ত্র করছে।
পাক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চীনের হাতে মার খেয়ে এবং অপমানিত হয়ে নয়াদিল্লি এখন মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথ খুঁজছে। তবে ভারত এ ধরনের হামলা চালালে তার উপযুক্ত জবাব পাবে।